ব্লিনকিট কিনছে জোম্যাটো

২৮ জুন, ২০২২ ১০:১২  
রান্না করতে গিয়ে দেখলেন চাল-ডাল ফুরিয়ে গিয়েছে? আবার কে এখন দোকানে ছুটবে। অনলাইন অ্যাপে অর্ডার করলেই হল। দ্রুতই বাড়ির দরজায় চলে আসবে সেই প্রয়োজনীয় সামগ্রী। দ্রুত ডেলিভারির এই অ্যাপই আপাতত বাজার কাঁপাচ্ছে। ভারতে অনলাইন ডেলিভারির এই অ্যাপগুলোর জনপ্রিয়তা বাড়তেই এবার বড় পদক্ষেপ নিয়েছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো। জানা গেছে, জোম্যাটো ফুড ডেলিভারি অ্যাপ এবার অনলাইন গ্রোসারি অ্যাপ ব্লিনকিট সংস্থাকে কিনে নিতে চলেছে। ৪৪৪৭ কোটি রূপির বিনিময়ে সমস্ত স্টকসহ গোটা সংস্থাকে কিনে নেওয়া হবে। সূত্র জানিয়েছে, জোম্যাটো ব্লিনকিটকে কিনে নেওয়ার পর তার প্রায় সমস্ত শেয়ারই বিক্রি করবে। প্রতি শেয়ারের দাম হতে পারে ৭০.৭৬ রূপি। জানা গেছে, ব্লিনকিটের স্টোরেজ সার্ভিস এইচওটিপিএল-কেও ৮০ লাখ ডলারে কিনে নিয়েছে। একটি রিপোর্ট অনুযায়ী, জাপানের সফটব্যাংক, যার অধীনে ব্লিনকিট অ্যাপের ৪৬ শতাংশ মালিকানা রয়েছে, তারা জোম্যাটোর হাতে মালিকানা হস্তান্তরের কারণে অতিরিক্ত ৩.২ শতাংশের মালিকানা পাবে। টাইগার গ্লোবাল ম্যানেজমেন্টের হাতেও ১.৩ শতাংশ মালিকানা থাকবে। এটিও জোম্যাটোর মালিকানার শেয়ারেরই অংশ হবে। সিকিওয়া ক্যাপিটাল সংস্থার হাতে ব্লিনকিটের ০.৫ শতাংশ মালিকানা থাকবে। জোম্যাটোও যেহেতু খাবার ডেলিভারি করে, সেই কারণে ব্লিনকিটের অধিগ্রহণ দ্রুত খাবার ডেলিভারির ক্ষেত্রে আরও সাহায্য করবে। আগামী আগস্ট মাসের মধ্যেই এই অধিগ্রহণের চুক্তি সম্পন্ন হবে বলে জানা গেছে। ডিবিটেক/বিএমটি